‘বাংলাদেশে ৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ’

‘আমাদের এখানে যে আইন রয়েছে সেটি সড়ক পরিবহনের আইন। এ আইনে সড়ক নিরাপদের কোনো বিষয়ে উল্লেখ নেই। নিরাপত্তা শব্দটি যদি না থাকে তাহলে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে করা যাবে। এ কারণে আমাদের দাবি সড়ক নিরাপদের জন্য নতুন নিরাপদ সড়ক আইন তৈরি করতে হবে।’আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

১৫ মে ২০২৩ সোমবার ‘বাংলাদেশে ৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ’ পালন উপলক্ষে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা ১০টি সংগঠনের জোট রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোড সেইফটির প্রকল্প পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঞা ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এস বজলুর রহমানসহ রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দ।

 কার্যক্রম ও সেবা

সড়ক নিরাপত্তা শিক্ষা

প্রচার এবং অ্যাডভোকেসি

সড়ক নিরাপত্তা গবেষণা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

 নেটওয়ার্কিং 

কপিরাইট © ২০২২ নিরাপদ সড়ক চাই। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

 পরিকল্পনা, ব্র্যান্ডিং এবং প্রযুক্তি সহায়তায়

Rapid Mind Web