‘সড়ক ও যানবাহনের প্রকারভেদে গতি নির্ধারণ, ব্যবস্থাপনা, মনিটরিং এবং বাস্তবায়ন’ শীর্ষক করণীয় গোলটেবিল বৈঠকের আয়োজন

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে ৩ মে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া’ মিলনায়তনে ‘সড়ক ও যানবাহনের প্রকারভেদে গতি নির্ধারণ, ব্যবস্থাপনা, মনিটরিং এবং বাস্তবায়ন’ শীর্ষক করণীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, বিআরটিসি, দুই সিটি কর্পোরেশনসহ সাংবাদিক, পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার সড়ক বিশেষজ্ঞগণ উল্লেখিত বিষয়ের উপর করণীয় আলোকে আলোচনায় অংশ নেন।এছাড়া আরও বক্তব্য রাখেন খালেদ মাহমুদ, কো-অর্ডিনেটর, রোডস এন্ড হাইওয়ে, ব্রাক। আমিনুল ইসলাম সুজন, টেকনিক্যাল এডভাইজার ভাইটাল স্ট্রাটেজি। তানভীর সিদ্দিকী, তত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ। আবুল খায়ের, ট্রান্সপোর্ট অফিসার,ডিটিসিএ। আমজাদ হোসেন, উপসচিব, বিআরটিসি। মোঃ শহিদুজ্জামান, পরিচালক বিআরটিএ। নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি, ডিআরইউ। সোহেল রানা, এডিসি, ডিএমপি ট্রাফিক। মামুনুর রশীদ, ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট। শ্যামল কুমার মুখার্জী পিপিএম,এডিশনাল ডিআইজি,হাইওয়ে পুলিশ। ড. শরীফুল আলম, কান্ট্রি ডিরেক্টও, এঐঅও। খন্দকার গোলাম ফারুক, কমিশনার, ডিএমপি। আহমেদ নাজমুল হোসাইন, পরিচালক, প্রশাসন ও সড়ক নিরাপত্তা প্রোগ্রাম, ব্রাক। মোঃ মনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), ডিএমপি। প্রণব সাহা, স¤পাদক, ডিবিসি নিউজ। এস.এম সোহেল মাহামুদ, সহযোগী অধ্যাপক, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি, ডিআরইউ। স্বাগত বক্তব্য রাখেন নিসচার মহাসচিব লিটন এরশাদ। কোরআন তেলাওয়াত করেন নিসচার ভাইস চেয়্রাম্যান সৈয়দ এহসান-উল হক কামাল। বৈঠক শেষে পুরো আলোচনার সার সংক্ষেপ তুলে ধরেন নিসচার সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।

 কার্যক্রম ও সেবা

সড়ক নিরাপত্তা শিক্ষা

প্রচার এবং অ্যাডভোকেসি

সড়ক নিরাপত্তা গবেষণা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

 নেটওয়ার্কিং 

কপিরাইট © ২০২২ নিরাপদ সড়ক চাই। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

 পরিকল্পনা, ব্র্যান্ডিং এবং প্রযুক্তি সহায়তায়

Rapid Mind Web